
নতুন সিনেমা জুটি হচ্ছেন বাঁধন ও তাহসান‘ রেহানা মরিয়ম নূর’ দিয়ে বাজিমাত করে চলেছেন আজমেরী হক বাঁধন। ফরাসিদের কান উৎসব থেকে শুরু করে নানা দেশ মাতিয়ে বাঁধনের এ সিনেমা এখন বাংলাদেশেও প্রশংসা কুড়াচ্ছে।এ সাফল্যে উজ্জীবিত অভিনেত্রী কাজ করছেন বলিউডেও। তার ভিড়ে দেশের নতুন একটি সিনেমায় নাম লেখালেন।
এখানে বাঁধন জুটি বাঁধবেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে।সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন সাদিক আহমেদ। এমন তথ্য নিশ্চিত করেছেন তাহসান। বাঁধনও ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন।বাঁধন বলেন, ‘একটা নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। খুব সুন্দর গল্পটি।
নতুন সিনেমা জুটি হচ্ছেন বাঁধন ও তাহসান আর আমার চরিত্রটি অসাধারণ। তাহসান খানের সঙ্গে কাজ করবো এখানে। সব মিলিয়ে বেশ উপভোগ করছি ব্যাপারটা।’তাহসান খান বলেন, ‘সুন্দর একটি গল্প। দর্শক মুগ্ধ হবেন। সঙ্গে বাঁধন। দারুণ একটা সিনেমার আশা করছি।’খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে বলেও জানা গেছে।