
বাংলাদেশে কোতোয়ালী থানা কয়টি? বাংলাদেশে ৮ বিভাগ এবং ৬৪ টি জেলা রয়েছে তারমধ্যে মোট থানা রয়েছে ৬৫২ টি। থানা হল একটি পুলিশি প্রশাসনিক ইউনিট। বাংলাদেশে সামরিক শাসক এরশাদ কর্তৃক ১৯৯৮ সালের পর প্রশাসনিক কেন্দ্র হিসেবে থানাকে উপজেলায় উন্নীত করা হয়, তবে পুলিশি ব্যবস্থাপনায় ইউনিট হিসেবে থানা এখনো বিদ্যমান রয়েছে। বাংলাদেশের মোট থানার সংখ্যা ৬৫২ টি।নতুন দুটি থানা যথাক্রমে ২০২১ সালের ১৯শে জানুয়ারি এবং ২০শে জানুয়ারি উদ্বোধন করা হয়।৬৫১ তম থানা নোয়াখালী জেলার ভাসানচর থানা এবং ৬৫২ তম কক্সবাজার জেলার ঈদগাঁও থানা।এরমধ্যে বিভিন্ন থানা ভিন্ন ভিন্ন নামে থাকলেও কিন্তু কতোয়ালি নামে থানা রয়েছে বাংলাদেশে মোট ১২ টি আসুন তাহলে জেনে নেয় সেই থানাগুলো বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে।
কোতোয়ালী থানা নামে বাংলাদেশে মোট ১২টি থানা রয়েছে।
১) কোতোয়ালী থানা, কুমিল্লা
২) কোতোয়ালী থানা, খুলনা
৩) কোতোয়ালী থানা, চট্টগ্রাম
৪) কোতোয়ালী থানা, ঢাকা
৫) কোতোয়ালী থানা, দিনাজপুর
৬) কোতোয়ালী থানা, ফরিদপুর
৭) কোতোয়ালী থানা, বরিশাল
৮) কোতোয়ালী থানা, ময়মনসিংহ
৯) কোতোয়ালী থানা, যশোর
১০) কোতোয়ালী থানা, রংপুর
১১) কোতোয়ালী থানা, রাঙ্গামাটি
১২) কোতোয়ালী থানা, সিলেট
পরবর্তীতে প্রত্যেকটি থানার মোবাইল নাম্বার সহ আপডেট করা হবে প্রতিমুহূর্তের আপডেট পেতে আমাদের সাথে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। অজানা বাংলাদেশ,www.ajanabangladesh.com/
জেনে নিন বাংলাদেশের ৬৪ জেলার কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত।
রুপালি গিটার ফেলে যাওয়া আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ