
বারাদারের নেতৃত্বে সরকার গঠন করছে তালেবান! তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ তালেবানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।গোষ্ঠীটি পাঞ্জশির ছাড়া আফগানিস্তানের প্রায় সবকটি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র জানায়, বারাদারের সঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাইও থাকবেন কেবিনেটে।
বারাদারের নেতৃত্বে সরকার গঠন করছে তালেবান! তালেবানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সব শীর্ষ নেতা কাবুলে এসেছেন। যেখানে নতুন সরকার কেমন হতে যাচ্ছে তা ঘোষণার প্রস্তুতি চলছে।তালেবানের একটি সূত্র জানিয়েছে, শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাই আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন।দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে ১৫ আগস্ট দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।