
যে কারণে সার্ভার ডাউন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত পৌনে ১০টা থেকে প্রায় ৬ ঘণ্টা ডাউন থাকার পর আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এতো দীর্ঘ সময় ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হওয়ার ঘটনা বিরল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স ফেসবুকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ফেসবুকের পক্ষ থেকেও ত্রুটির কারণ বলা হলেও কারিগরি বিশেষজ্ঞরা ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস ত্রুটি ছিল বলে ধারণা করছেন। কেউ বলছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সবই একটি বিজিপি কনফিগারেশনের সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল।
এদিকে, ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানিয়েছে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।টুইট বার্তায় ফেসবুক জানিয়েছে, আমরা দুঃখিত। আমরা অ্যাপ ও সেবা চালুর জন্য কঠোর পরিশ্রম করছি এবং তারা অনলাইনে পুনরায় ফিরে এসেছে জানতে পেরে খুশি।
যে কারণে সার্ভার ডাউন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইনস্টাগ্রাম টুইট বার্তায় জানিয়েছে, ইনস্টাগ্রাম এখন ফিরে এসেছে কিন্তু ধীরে চলছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেরি হওয়ার জন্য দুঃখিত!উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে ফেসবুক ও অন্যান্য অ্যাপে ১৪ ঘণ্টার মতো এ ধরনের সমস্যা হয়েছিল।