
৫টি প্রতিষ্ঠানকে ভোক্তার এক লক্ষ৮ হাজার টাকা জরিমানা বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১৭ আগস্ট ২০২১ ব্যাটারি গলি, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, টাইগারপাস, ২ নং গেইট, মুরাদপুর এবং মা ও শিশু হাসপাতাল গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।সকাল ১০:৩০টা হতে পরিচালিত অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১,০৮,০০০/- (এক লক্ষ আট হাজার টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে।
অভিযানে মেয়াদ্ত্তেীর্ণ পণ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ঔষধ ধ্বংস করা হয়।বিএসটিআই, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালনা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) জনাব পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক, বিএসটিআই, চট্টগ্রাম অভিযানে উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন।
কোতোয়ালী থানার ব্যাটারি গলির জয়ন্তী ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়।রাঙ্গুনিয়া ফামের্সীকে মেয়াদ বিহীন কাটা ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করে মেয়াদ বিহীন কাটা ঔষধ ধ্বংস করা হয়।বন্দর থানার শাকিল স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য, বৈধ আমদানিকারক বিহীন পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় এবং মোড়কজাত বিধি না মানায় ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।ডবলমুরিং থানার জাম্বুরি ঔষধ ঘরকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়।টাইগারপাস এলাকার টাইগারপাস এজেন্সিস লিঃ নামক ফুয়েল স্টেশনকে জ্বালানী তেল বিক্রয়ে কারচুপি (প্রতি লিটার অকটেন এ প্রায় ৬০ এমএল কম) করায় ৭০ হাজার জরিমানা করে সতর্ক করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা