
রিপন মারমা কাপ্তাই।
কাপ্তাইয়ে ভালোবাসা দিবসের দিনে বেড়াতে আসা বোট ডুবিতে নিখোঁজ মা- ছেলে মরদেহ ৫ দিন পর কর্ণফুলী নদীতে ভেঁসে উঠেছে। আজ মঙ্গলবার সকাল দশটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা মড়া খাল সংলগ্ন কর্ণফুলী নদীতে ভাঁসমান অবস্থা পাওয়া যায়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল নিশ্চিত করেছেন।গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের নন্দনকানন রাধামাধব মন্দির থেকে ইসকনের ১২৭ সদস্যের একটি দল রাঙ্গামাটি কাপ্তাইয়ের তীর্থ ভ্রমণের উদ্দেশ্য আসলে কাপ্তাইয়ের শীতার ঘাঁট মন্দীরে যাওয়া সময় এবং কয়লা ডিপো সংলগ্ন আসলে দুইটি বোট কুলে ভিরতে পারলেও অপর একটি বোট কুলে ভীড়ার আগেই নৌ ডুবির ঘটনা গটে।
সেইসময় তিনজন নিখোঁজ হওয়ার পড়ে সন্ধ্যায় নিখোঁজ দেবলীনা দে(১০) মরদেহটি উদ্ধার করা হয়।অপর দু’জন ৫ দিন পরে মা- ছেলের টুম্পা মজুমদার(৩০) ও তার ছেলের বিজয় মজুমদার(৫) কে উদ্ধার করা হয়েছে আজ।