
সাইফুদ্দিন রমিজ,এবিটিভিঃ
বিশ্বজুড়ে করোনাভাইরাস তাণ্ডবে একের পর এক দেশ লকডাউন হচ্ছে৷ বাংলাদেশেও হানা দিয়ে প্রাণঘাতী এই ভাইরাস৷ যার ফলে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন৷ এমতাবস্থায় ঘর থেকে বের হলেই বিপদ৷ মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এ নিয়ে চড়ম বিপাকে৷ কারণ বুক ফাটলেও তাদের মুখ ফোটে না৷ মুখ খুলে অসহায়ত্বের কথা বলতে পারে না কাউকে৷
চট্টগ্রামে করোনা দূর্যোগের প্রথম থেকেই বিভিন্ন অনবদ্য উপায়ে মানবসেবা করে চলেছেন বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য ” আরশেদুল আলম বাচ্চু”।
এবার তিনি ভিন্নতা নিয়ে মোহরাস্থ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রলীগ কর্মীদের পাশে দাড়ালেন। আজ দুপুরে মোহরা ওয়ার্ড ছাত্রলীগের প্রায় ৮০ জন কর্মীদের ফ্রি মুদির বাজার ও ফ্রি সবজি বাজার উপহার দেয়া হয়েছে। বাচ্চুর পক্ষে এ কার্যক্রম পরিচালনা করেন এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা হায়দার আলী সাদ্দাম, জিয়া উদ্দিন,সাঈদ আনোয়ার, আরমান হোসাইন, জোবায়ের নেওয়াজ, শিপন পাল, সোহাগ, মিরাজ প্রমুখ।