
শিল্পচর্চা কেন্দ্র ও আত্ত-উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র সাংগঠনিক সম্পাদক প্রান্তি ভট্টাচার্য দেশের প্রথম নারী হিসেবে গত শনিবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির মৃতদেহ সৎকার কাজে অংশগ্রহণ করেন। করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘের আহ্বায়ক সুমন পাল, সদস্য শুভ দাশ, বিশাল দেব, তূর্য রুদ্রের সঙ্গে তিনি একাজে যুক্ত ছিলেন। উক্ত টিম জেনারেল হাসপাতাল থেকে মৃত ব্যক্তির শবদেহ বহন করে কাট্টলীস্থ শশ্নানে নিয়ে গিয়ে আবশ্যিক আচারবিধি শেষে দাহ করেন। উল্লেখ্য, পূর্বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের দাফন ও সৎকার কার্যের জন্য স্বেচ্ছাসেবক সংগ্রহ করছে। আগ্রহী ব্যক্তিগন ০১৮১৯৯৩৩৩৭৬ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।