
ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে বন্যাকবলিত কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা (উত্তর) শাখার উদ্যোগে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, কালারুকা, উত্তর খুরমা ও চরমহল্লা ইউনিয়নের বন্যাকবলিত শতাধিক কর্মহীন শ্রমজীবী অসহায়দের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল অাটা, পেঁয়াজ, তৈল, চিড়া ও মুড়ি। নৌকা যোগে প্রতিটি ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
সংগঠনের সভাপতি আলী আহমেদ নাইম এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মাহবুব রহমান তাজুল, শাহ সূফি মুজাম্মেল আলী (রহ:) দাখিল মাদরাসার সুপার ও আল ইসলাহ নেতা মুফতি মাওলানা আবদুস সালাম,সুনামগঞ্জ জেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সিদ্দিকী, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ শাখার সভাপতি মাওলানা আলী আসগর, মামুন আহমদ, সিদ্দিকুর রহমান রিপন প্রমুখ।