
ঝিনাইদহ প্রতিনিধি;
ঝিনাইদেহর কালীগঞ্জে বজ্রপাতে হালিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধু আহত হয়েছে। এ সময় ২টি ছাগল মারা গেছে। আহত হালিমাকে ফায়ার সার্ভিসের সহায়তায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালের দিকে উপজেলার মালিয়াট গ্রামে। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মামুনুর রশিদ ও আহতের স্বজনরা জানান,
উপজেলার মালিয়াট গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী হালিমা বাড়ির পাশে মাঠে ছাগল চরাচ্ছিল। এ সময় বৃষ্টি শুরু হলে ছাগল নিয়ে বাড়ীর গেটে পৌছামাত্রই তাদের উপর বজ্রপাত ঘটে। এতে ঘটঁনাস্থলেই দুইটি ছাগলের মৃত্যু ও হালিমা গুরুতর আহত হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত হালিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ডাক্তাররা জানান, তার অবস্থা আশংকাজনক।