
দর্শনা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার (২৪শে আগস্ট) বিকাল ৫টার সময় তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর (উত্তরপাড়া) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দর্শনা থানাধীন রামনগর (কালিদাসপুর) গ্রামের ধীরেন বিশ্বাসের ছেলে শ্রী সুজন বিশ্বাসকে (৩৬) ১কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল। উল্লেখ্য, দর্শনা থানাধীন এলাকাসমূহকে মাদকমুক্ত করতে দর্শনা থানার পুলিশের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছেন। ইতোমধ্যে অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ীই পুলিশের হাতে আটক হয়েছে। অনেক মাদক ব্যবসায়ী আবার স্বপরিবারে দর্শনা থানায় উপস্থিত হয়ে মাদক ব্যাবসা না করার অঙ্গীকার করেছেন।