
মাহমুদুল হাসান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
মহান আল্লাহতা’লা ও প্রিয় নবী হযরতমুহাম্মদ (সা:) কেনিয়ে (ফেসবুক) মেসেঞ্জারগ্রুপে কটুক্তিমূলক ও বাজে মন্তব্য করার অভিযোগ উঠেছে শ্রাবণহালদার (২০) নামের একহিন্দু যুবকের বিরুদ্ধে।এঘটনায় আজ সোমবার (৩১আগস্ট) বিকাল সাড়ে ৫টায়দিকে গোবিন্দাসী বাজারে বিক্ষোভ করেছেস্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিরা।শ্রাবণ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ী গ্রামের শ্যামল হালদারের ছেলে। সেমিরপুর পুলিশস্টাফ স্কুলএন্ডকলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এদিকে, শ্রাবণকেগ্রেফতার ও বিচারের দাবিতে মুসুল্লিদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহতহয়। এরপর উপজেলা প্রশাসনের আশ্বাসে মুসুল্লিরা সাময়িক ভাবে বিক্ষোভ স্থগিত করে। বিক্ষোভে মুসুল্লিরা কটুক্তিকারী হিন্দুযুবকে দ্রুত গ্রেফতারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল১০টা পর্যন্ত আল্টিমেটাম দেন।এঘটনায় কুকাদাইর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং আল-আরিশ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা বেলাল হোসেনসহ স্থানীয়রা মুসুল্লিদের বিক্ষোভে মহান আল্লাহ ও প্রিয়নবী হযরতমোহাম্মদ (সা:) কটুক্তিকারী হিন্দু যুবককে আগামীকাল সকাল ১০টার মধ্যে দ্রুত সময়ে গ্রেফতার ও কঠোর শাস্তিদাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সহকারি পুলিশ কমিশনার কালিহাতী (সার্কেল) রাসেল মনির, ভূঞাপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, গোবিন্দাসী ইউপিচেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম (আমিন), গোবিন্দাসী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদার প্রমুখ।এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন- আল্লাহ ও প্রিয়নবী হযরতমোহাম্মদ (সা:) কে স্থানীয় একহিন্দু যুবক ফেসবুক (ফেন্ডস) মেসেঞ্জারে কটুক্তিকরায় মুসুল্লিরা উত্তেজিতহয়ে বিক্ষোভকরে। এ খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হালকা লাঠিচার্জ করে।
টাঙ্গাইল সহকারি পুলিশ কমিশনার কালিহাতী (সার্কেল) রাসেল মনির বলেন-কটুক্তিকারী ওই যুবককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা।জানাগেছে, ফেসুবক মেসেঞ্জারে (ফ্রেন্ডস) নামে একটি গ্রুপেচ্যাটকরে গতকাল রোববার শ্রাবণ কটুক্তি মূলক ও বাজেমন্তব্য করেন। পরে তা সোমবার সেই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় মুসুল্লিরা বিক্ষোভ করেন ওই যুবকের বাড়ি ভাঙচুর করে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে ছেন।