
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিসারত আলী (৪৭) নামের এক কৃষক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সোমবার দুপুরে ওই উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বিসারত আলী ওই গ্রামের কৃষক কেসমত আলীর ছেলে। পোলতাডাঙ্গা গ্রামের আবুল হোসেন জানান, সোমবার দুপুরে বিসারত আলী গোসল করে তারের উপর লুঙ্গি শুকাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে। হরিনাকুন্ডু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি;