
হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাদ্রাসা শাখা-২ এর সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত মাদ্রাসার মহাপরিচালক/প্রিন্সিপাল বরাবরে প্রেরিত মাদ্রাসা বন্ধের বিষয়টি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ আদেশ প্রদান করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।প্রজ্ঞাপন সূত্রে জানা যায়,
কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ৫৭.০০.০০০০.০৮৫.৬৯.২০৬.১৫.১৪৬ স্মারক মূলে প্রেরিত পত্রে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কথিত স্মারকের বিষয়ে উল্লেখ করা হয়েছে গত ২৪ আগস্ট কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হয়।কিন্তু আরোপিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসাটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্দেশক্রমে বন্ধ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
বিষয়টির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, প্রধান মন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ঢাকাস্থ মহাপুলিশ পরিদর্শক,চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, প্রধান মন্ত্রী একান্ত সচিব এক, চেয়ারম্যান, আল হাইআতুল উলমা সিল জামি”আতিল কওমিয়া বাংলাদেশ, চট্টগ্রামের জেলা প্রশাসক,চট্টগ্রামের পুলিশ সুপার,শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব,উপ-মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব,কারিগরি মাদ্রাসার শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয় ও সিস্টেম এনালিষ্ট,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় প্রভৃতিকে অবহিত করা হয়েছে।