
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১৭ ডিসেম্বর ২০২০ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ও কোতোয়ালী থানায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।সকাল ১০টা হতে পরিচালিত অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৩,৯৩,০০০/- (তিনলক্ষ তিরানব্বই হাজার টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে নকল চেরি, মেয়াদোত্তীর্ণ রং, লেবেল বিহীন ফ্লেভার, ময়লাযুক্ত ডালডা, মেয়াদ বিহীন ও মোদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এর সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) জনাব পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।কোতোয়ালী থানার বাটালি রোড এলাকার তোফা ফুডকে ময়লাযুক্ত ডালডা ব্যবহার, নোংরা পাত্র ব্যবহার, পণ্যের মোড়কে মেয়াদ প্রদান না করা এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ১,৫০,০০০/- জরিমানা করে ৭ দিন পণ্য উৎপাদন বন্ধ রেখে কারখানা পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয়া হয়।
এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইট হাউসকে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, নকল চেরি (রং দেয়া করমচা) ব্যবহার, একই ফ্রিজে কাঁচা মংসের সাথে অন্যান্য খাদ্যদ্রব্য (খেজুর, রান্না করা সবজি) সংরক্ষণ করায় এবং মোড়কে উৎপাদন মেয়াদ প্রদান না করায় ২,০০,০০০/- জরিমানা করে সতর্ক করা হয়।ডবলমুরিং থানার মোগলটুলী এলাকার প্রীতি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ বিহীন ঔষধ রাখায় ৮,০০০/- জরিমানা করে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়। মিডপয়েন্ট ফার্মেসিকে একই অপরাধে ১০,০০০/- জরিমানা করা হয়।
জাহাঙ্গীর হোটেলকে জমানো পানিতে কাপ-পিরিজ ধৌত করায় ৪,০০০/- জরিমানা করা হয়।চৌমহনী এলাকার হানিফ হোটেলকে খাদ্যদ্রব্য নোংরা স্থানে সংরক্ষণ করায় ৬,০০০/- জরিমানা করা হয়। মাওলানা হোটেলকে উৎপাদিত খাদ্যদ্রব্যের উপরে হোটেল কর্মীদের জামা-কাপড় শুকানোয়, জমানো পানিতে বাসন-কোসন ধৌত করায়, রান্না করা খাবারের পাত্র মেঝেতে রাখায় ও কিচেনে খোলা ডাস্টবিন রাখায় ১৫,০০০/- জরিমানা করে সতর্ক করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।