
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বৈডাঙ্গা গ্রামের ছেলে বিগত কয়েক মাস ধরে নিজের ফেসবুক আইডি (সমীর কুমার) থেকে একটি গ্রুপ (যুক্তি দিয়ে কথা হবে) কমেন্টস বক্সে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় সন্তব্য করে। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়েছে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তার উপর ভিত্তি করে এলাকার ধর্মপ্রাপন মুসলমানেরা মঙ্গলবার সকাল সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা বাজারে একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।