
নিউজ ডেস্ক:
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ফাঁসির দাবিতে পোস্টারে ছেয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ। উপজেলার চাপরাশির-হাট,পেশকার-হাট, বাংলাবাজারসহ বিভিন্ন হাট-বাজার ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের পোস্টার সাঁটানো হয়েছে।বসুরতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিন হত্যার ঘটনায় সর্বস্তরের জনগণের ব্যানারে পোস্টার সেঁটে এ দাবি জানানো হয়।
স্থানীয় মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ‘কাদের মির্জার ফাঁসির দাবিতে চাপরাশিরহাট বাজারে সবচেয়ে বেশি পোস্টারিং করা হয়েছে।’কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘এ ধরনের পোস্টার সাঁটানোর কথা শুনেছি। সাংবাদিক মুজাক্কির হত্যা মামলাটি নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
অন্যদিকে আলাউদ্দিন হত্যা মামলাটি নোয়াখালী আদালতে দায়ে করেছেন তার ভাই।প্রসঙ্গত; গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহত হন। অন্য দিকে গত ৯ মার্চ (মঙ্গলবার) বিবদমান ওই দুই গ্রুপের সংঘর্ষে বসুরহাট পৌরসভা এলাকায় গুলিবিদ্ধ হয়ে সিএনজি চালক আলা উদ্দিন নিহত হয়।
এ দুটি ঘটনায় সাংবাদিক মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাষ্টার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ও আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন মেয়র কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।ফাঁসির দাবি করে পোষ্টারিংয়ের বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে কল দিলেও তি তা রিসিভ করেননি।