
গ্যাস সঞ্চালন পাইপলাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য নরসিংদী শহর ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বিকেল ৩টা থেকে রোববার (৪ জুলাই) ভোর ৩টা পর্যন্ত ১২ ঘণ্টা নরসিংদীর ঘোড়াদিয়া, দশপাড়া, সাহেপ্রতাপ, চিনিশপুরসহ পুরো নরসিংদী শহর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া চিলমারী পাঁচদোনা এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।