
ফেব্রুয়ারির মধ্যে ৭-৮ কোটি মানুষ টিকা পাবে:স্বাস্থ্যমন্ত্রী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের আরও ৭-৮ কোটি লোককে সরকার করোনার টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমে আসছে। গতকালও ১৫ শতাংশে নেমেছে।
যেটা ৩২-এ উঠেছিল। মৃত্যুর গড়হারও কমেছে। পৌনে তিনশ’ থেকে ১২০-এ নেমেছিল। ওঠানামা করছে। টিকার প্রোগ্রাম বজায় আছে। শহরে বেশি টিকা দেওয়া হচ্ছে।মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে, ওটা আমাদের হাতে আছে। সিনোভ্যাকের দ্বিতীয় ডোজ হাতে আছে। অ্যাস্ট্রাজেনিকা আমরা পেয়েছি। আশা করি এ মাসের শেষে ফাইজার আরও পাবো। আমাদের ৬০ লাখ দেওয়ার কথা, এ মাসের শেষে কিছু পাবো। সেপ্টেম্বরের মধ্যে বাকিগুলো পেয়ে যাব।’
যেভাবে কাবুল থেকে বাংলাদেশে আসবে আফগান ক্রিকেটাররা
বরিশালে এবার ইউএনও-ওসির বিরুদ্ধে মামলা