
আফগানিস্তানে নতুন যুগের শুরু:চীন ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে অবশেষে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গেছে।কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে সোমবার (৩০ আগস্ট) সর্বশেষ মার্কিন সেনাটিকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে পেন্টাগন বলেছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর গত দুদশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন সেনার উপস্থিতি নেই আফগানিস্তানে।আফগানিস্তানে নতুন যুগের শুরু:চীন ,
এদিকে আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে নতুন যুগের শুরু বলে আখ্যায়িত করেছে চীন।চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, আফগানিস্তান বিদেশি দখলদারদের থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের জনগণ শান্তি এবং দেশ পুর্ণগঠনে নতুন ভাবে সূচনা করবে। সেই সঙ্গে আফগানিস্তানে নতুন যুগের শুরু হয়েছে।আফগানিস্তানে নতুন যুগের শুরু:চীন
এর আগে সোমবার(৩০ আগস্ট) স্থানীয় সময় রাত এগারোটা ৫৯ মিনিটে আফগানিস্তানে মার্কিন শীর্ষ কূটনীতিক রস উইলসন কাবুল বিমানবন্দরের সর্বশেষ সি-১৭ সামরিক পরিবহন ফ্লাইটে ওঠেন। তার সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেলরাও ছিলেন।এদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘিরে তৈরি হওয়া আবেগঘন পরিবেশকে ‘হৃদয় বিদারক’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন মেরিন জেনারেল ম্যাকাঞ্জি।এর আগে আমেরিকান নাগরিক ও ঝুঁকিপূর্ণ আফগানদের সরাতে অক্লান্ত ও বিপজ্জনক পরিশ্রম করতে হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ম্যাকাঞ্জি বলেন, এই প্রত্যাহারের সঙ্গে অনেক হৃদয়বিদারক ঘটনা জড়িত। আমরা সবাইকে সরিয়ে আনতে পারিনি। যদিও তাদের সঙ্গে করে নিয়ে আসতে চেয়েছিলাম।এদিকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। শুরু হয় বিজয় উল্লাস। ফাঁকা গুলি ছুড়ে তারা উদযাপন করেন নতুন এক স্বাধীনতার।
তালেবান বলছে, মার্কিন সেনারা কাবুল ছেড়ে যাওয়ার মধ্যদিয়ে দুই দশকের আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো। সেই সাথে নতুন এক স্বাধীনতা পেলো আফগানরা।