
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়।আকবর হোসেন জবির ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার একটি ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, গত ২৮ আগস্ট দিবাগত রাতে খুলশী থানার জিইসি মোড় এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে আহত অবস্থায় আকবর হোসেনকে উদ্ধার করা হয়।
তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মারা যাওয়া জবি শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।