
পাহাড়ি ছড়ায় ভাসছে মৃত বন্যহাতির বাচ্চা কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ছড়ায় পড়ে আছে একটি মৃত বন্যহাতির বাচ্চা।সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ছড়ার পানিতে মৃত হাতিটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে টেকনাফের ২৬ নম্বর শালবন রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ী ছড়ার পানিতে একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএনকে খবর দেয়। পরে এপিবিএন এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাহাড়ি ছড়ায় ভাসছে মৃত বন্যহাতির বাচ্চা এসপি তারিকুল ইসলাম বলেন, এটি বড় আকারের বাচ্চা হাতিটি। পানিতে পড়ে থাকায় হাতির বাচ্চাটির শরীরের চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত ২/১ দিন আগে হাতিটির মৃত্যু হয়েছে। এপিবিএন অধিনায়ক আরও জানান, বিষয়টি স্থানীয় বন বিভাগের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তরে বেলা পৌনে ১১টা পর্যন্ত বন বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছাননি।