
চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের সামনে এক পাগলের লঙ্কাকাণ্ড! ২২ শে সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে আব্দুল্লাহ (২৪) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক বিদ্যুতের খুঁটির উপর উঠে বসে যায়।এসময় রেজিস্ট্রি অফিসের স্টাফ এবং অফিসে আগত লোকজন উক্ত ব্যক্তিকে দেখতে ভীড় জমায়।লোকজন তাকে নামার জন্য অনুরোধ করলেও সে তাতে কর্ণপাত না করে আবোল তাবোল বিভিন্ন কথা বলে এবং কান্না করে।
এসময় সেখানে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপস্থিত এবি টিভির প্রতিনিধি মোসলেম উদ্দিন(ইমন) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দীনকে বিষয়টি জানালে তিনি ফায়ার সার্ভিসের টিম এবং থানার ফোর্স প্রেরণ করেন।ফায়ার সার্ভিসের কর্মীরা খুঁটিতে মই লাগিয়ে আব্দুল্লাহকে নামার জন্য অনুরোধ করেন।প্রথমে সে রাজি না হলেও ১০-১৫ মিনিট পর নেমে আসেন।
চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের সামনে এক পাগলের লঙ্কাকাণ্ড! ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী আব্দুল্লাহর কাছে খুঁটিতে ওঠার কারণ জানতে চাইলে সে বলে তার মনে অনেক কষ্ট তাই সে খুঁটির উপর ওঠেছে।এসময় তার বাম হাতে একটি ক্ষত দেখা যায় এবং সেখান থেকে রক্ত ঝরছিল।আব্দুল্লাহ পানি চাইলে তাকে পানি দেওয়া হয় এবং চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী।