
রানিকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দুই সপ্তাহ পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই সময়ে তিনি আনুষ্ঠানিক সফর থেকেও বিরত থাকবেন।বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে আরও জানানো হয় এই সময়ে ৯৫ বছর রানি কিছু হাল্কা দায়িত্ব পালন করতে পারেন। এমনটা বলা হচ্ছে ১৪ নভেম্বর সেনোটাফে ‘রিমেমব্রান্স সানডে’তে তার যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে।২০ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের সফর বাতিলের আগে হাসপাতালে তার সর্বশেষ তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে।
রানিকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ মঙ্গলবার উইন্ডসরের প্রাসাদ থেকে ভিডিও কলের মাধ্যমে তিনি কূটনীতিকদের সঙ্গে কথা বলেছেন।শারীরিক অসুস্থতার কারণে আসন্ন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন না ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) এই সিদ্ধান্ত জানায় বাকিংহাম প্যালেস।এরপর থেকেই জনসম্মুখে আসেননি তিনি। তবে রাজপরিবারের অন্য সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।২২ এপ্রিল আর্থ ডেতে অনুষ্ঠিত হতে যাওয়া এই জলবায়ু সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন।