
কেশুয়া ইয়াং’ সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পন্ন গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম চন্দনাইশ বড়মা ইউনিয়নের কেশুয়া পূর্ব পাড়া ইয়াং সোসাইটির উদ্যোগে, প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজ মোহাম্মদ আবু সালেহ এর সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক আল কাদেরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মোহাম্মদ সাইফুল আলম (বাবর) আল্ আজহারী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হাসান কাদেরী, এসময় বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন আল কাদেরী।
কেশুয়া ইয়াং সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পন্ন প্রধান আলোচকের বক্তব্যে শায়খ মোহাম্মদ সাইফুল আলম (বাবর) আল্ আজহারী, বলেন যুবসমাজকে এমন সংগঠনের মাধ্যমে ইসলাম প্রচারের জন্য কাজ করে যেতে হবে, কারণ যুবক অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ তার প্রতিটা ডাকে সাড়া দেন বৃদ্ধ হয়ে গেলে শারীরিক অসুস্থতার জন্য এবাদত নাও করতে পারেন, তাই যুবক থাকতে আপনাদের আল্লাহকে রাজি করাতে হবে, তাই এলাকার ইয়ং যুবকদের এমন সংগঠন পতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গড়ে ওঠা দরকার, যাতে এই যুবকদের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) এর ধারাবাহিকতা বজায় থাকে।