
আনোয়ারায় সানলাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত! চট্টগ্রামের আনোয়ারা পি এ বি সড়কে লাবীবা কনভেনশন হলের সামনে দ্রুতগামী সানলাইন বাসের ধাক্কায় মোঃ আব্দুর রহমান (২৫) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের বাড়ি পুঁইছড়ি,বাঁশখালী,তিনি চট্টগ্রাম ইপিজেড, ইউনিভার্সেল জিন্স লিমিটেডের সুইং সেকশনের মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
আনোয়ারায় সানলাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত! আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে পি এ বি সড়ক লাবীবা কনভেনশন হলের সামনে দ্রুতগামী সানলাইন বাসটি মোঃ আব্দুর রহমানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মোঃ আব্দুর রহমান। স্থানীয়রা তাকে রাস্তা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।