
চট্টগ্রামে ফেল করা শিক্ষার্থী পুনর্নিরীক্ষায় পেল জিপিএ-৫ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করা ৩৩ শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষায় পাস করেছে। এদের মধ্যে আবার এক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এ বছর ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী, ৭ হাজার ৮২৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করে।
এর মধ্যে ২১২ জন পরীক্ষার্থীর ২১৪টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়। পুনর্নিরীক্ষায় মোট ৯২ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে নয় শিক্ষার্থী। এছাড়া নম্বর বাড়লে ফেল থেকে পাস করেননি ৭২ শিক্ষার্থী। এর আগে গত বছর অর্থাৎ ২০২০ সালের এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষার মাধ্যমে ৬০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল।
চট্টগ্রামে ফেল করা শিক্ষার্থী পুনর্নিরীক্ষায় পেল জিপিএ-৫ জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৫৮ হাজার ৬৩৬ পরীক্ষার্থী। গত বছরের ৩০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, এদের মধ্যে পাস করেছে এক লাখ ৪৪ হাজার ৫৫০ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী। এবার বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ।