
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার সিমান্ত বদরগঞ্জ বাজার (১০মাইল) এলাকায় সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়াাম্যান কাজী নাজির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজা, দৌগাছি ইউনিয়নের চেয়াম্যান কাজল আহমেদ, ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিকুর রহমান লিন্টুসহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তরা জানান, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওবায়দুল রহমান শাকুর আলীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আগামীতে আরো কঠোর আন্দোলের কর্মসুচি দেওয়া হবে।