
কক্সবাজারের রামুতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মোকতার আহমদ (৬৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কচ্ছপিয়াপাড়ার বাসিন্দা। এ ঘটনায় নিহত মোকতার আহমদের ছেলে মনির উদ্দিন আহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, স্থানীয় সাবেক মেম্বার আবু তাহেরের ছেলে সোহেল ও তার সহযোগী রাসেলসহ একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে মোকতার আহমদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় মোকতার আহমদের ওপর বুধবার রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের মারধরে মোকতার আহমদ ঘটনাস্থলে পড়ে যান। খবর পেয়ে বাবাকে বাঁচাতে গেলে মোকতার আহমদের ছেলে মনির উদ্দিনও সন্ত্রাসীদের হামলায় আহত হন। স্থানীয়রা আহত পিতা-পুত্রকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই পিতার মৃত্যু হয়।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলার পর গুরুতর আহত মোকতার আহমদ ও তার ছেলে মনির উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোকতার আহমদ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।