
চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে ৩ জন দালাল আটক করেছে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, শাহাদাত হোসেন (২৪), সুজন সিংহ (২৮), গোলাম কিবরিয়া (২৬)। তিন জনই বেসরকারি বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের কাজ করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটককৃতরা বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতালের ভর্তি রোগীদের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। আনসার সদস্যরা তাদের হাতানাতে মেডিসিন ওয়ার্ড থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে।