
চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী ব্যারিষ্টার মহিবুল চৌধুরী নওফেলের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ধ্বনি’।
জয়ধ্বনির প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রনেতা মোঃ সালাউদ্দিন এর নির্দেশে ও জয়ধ্বনি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃজয়নাল উদ্দিন জাহেদ সহ অসংখ্য তরুন তরুনী।
সকাল ১০ টা থেকে নগরীর ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ডে দিনভর প্রচারণা চালায় তারা। এসময় তারা সাধারণ মানুষকে চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী তারুণ্যের অহংকার ব্যারিষ্টার মহিবুল চৌধুরী নওফেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান। জনসম্মুখে তুলে ধরেন আওয়ামী লীগের গত শাসন আমলের উন্নয়নের চিত্র।
নৌকার পক্ষে এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ জয়ধ্বনি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।