মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর, অগ্নিসংযোগের, ককটেল বিস্ফোরণেরর অভিযোগ পাওয়া গেছে।২৪ ডিসেম্বর (সোমবার) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ জানায়, সোমবার রাতে ধনবাড়ীর জাগিরাচালা বাজার নৌকার নির্বাচনী ক্যাম্পে এ হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর এবং পোস্টার-ফেসটুন-ব্যানার ছিঁড়ে ফেলে এবং অগ্নিসংযোগ করে।
ধানবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বিএনপির ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক গোলাম সামদানি জানান, একই দিন রাত ১২টার দিকে মধুপুর উপজেলার গরম বাজারে নৌকা মার্কার আরেকটি নির্বাচনী ক্যাম্প অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভাংচুর, পোষ্টার, ফেসটুন ও ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করে। বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।