
মোঃ তাজুল ইসলাম মিয়াজী :ওমান প্রতিনিধি
ওমান সালালাহ্ ফ্রি ভিসা দালালের হাতে পড়ে নিঃশ হচ্ছে, শত শত বাংলাদেশী, আর দালাল হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা,
তেমনি একজন দালালের হাতে পড়ে ওমান এসেছে রফিক, তাকে ওমান যাওয়ার আগে বলাল হয়েছে তাকে একটি হোটেলের ভিসা এবং হোটেলে কাজ করবে, তা বলে আনা হয় ওমানে,
রফিকের সাথে কথা বললে, রফিক জানান তাকে হোটেলের ভিসা বলে তার থেকে ৩ লক্ষ টাকা নিয়েছে, এবং তাকে হোটেলের কাজ দিবে, সে বেতন কত জানতে চাইলে, তাকে জানান ওমানি ১৫০ রিয়াল, যার মূল বাংলা ৩০ হাজার, এবং হোটেলে বকশিশ পাওয়া যায়, প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা, সব মিলে মাসে ৫০/৬০ হাজার টাকা পাবে এই বলে তাকে ওমানে আনে, এবং রফিক ওমানে এসে জানতে পারে তার ভিসা টি ফ্রি ভিসা,
এবং তার কাজ তাকে খুজে করতে হবে, না হয়, দেশে ফাটিয়ে দিবে,
তাই রফিক পরিবারের কথা চিন্তা করে, সে এখন শাকসবজি, কখনো চা,বিক্রি করে জীবিকা অজন করছে,
ভিসা কার থেকে নিয়েছে জানতে চাইলে রফিক বলে, সালালাহ্তে অশংক্ষ ফ্রি ভিসার দালাল রয়েছে, যারা দেশ থেকে লোক এনে কোন কাজ দিতে পারেনা, তেমনি একজন ভিসার দালাল ছেরু মিয়া,
এ বিষয় মোবাইলে ছেরু মিয়ার সাথে ভিসা নিয়ে কথা বললে,
ছেরু মিয়া জানান ভুয়া মেডিকেল নিয়ে ভিসা নিলে এক দাম, আর অরজীনাল মেডিকেল দিলে আরেক দাম।
আর কত জন লোক ওমানে এনেছে জানতে চাইলে ছেরু মিয়া জানান তিনি ৫ হাজারের ও বেশী লোক এনেছে, তারা কাজ ও করতেছে, অথচ যাদের কে এনেছে তারা বলেছে, কোন কাজ সেই দেই নি, তারা নিজের কাজ নিজেরা ই খোজে করতেছে, কেউ চা বিক্রি, কেউ শাকসবজি বিক্রি, কেউ বা মুরু ভুমিতে গরু ছাগলে কাজ করে, তাই ক্ষতি গস্ত প্রবাসীরা এই দালালের শাস্তি দাবী করছে, এবং দালালদের কাছ থেকে ফ্রি ভিসা না কিনে কোম্পানি ভিসা আসার জন্য, আহবান জানিয়েছে।