হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:
অবশেষে সকল মান-অভিমান ভুলে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মানিকের পাশে বকুল চৌধুরী নৌকার টানে দীর্ঘ দু’বছরের অভিমান ভুলে আবারো এমপি মুহিবুর রহমান মানিকের সহযোগিতায় মাঠে নেমেছেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ও ছাতক উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল। কোন একটি কারনে দু’বছর ধরে অভিমান করে এমপি মুহিবুর রহমান মানিক থেকে দুরে ছিলেন তিনি। গত ক’দিন ধরে স্বজন ও শুভাকাঙ্ক্ষী মহলের অনুরোধে দানা বাঁধা অভিমান ভুলে, ৩০ডিসেম্বরের নির্বাচনে নৌকা বিজয়ী করতে আজ (২৭ ডিসেম্বর) থেকে মাঠ থাকবেন অলিউর রহমান চৌধুরী বকুল। এর সত্যতা নিশ্চিত করেছেন অলিউর রহমান চৌধুরী বকুলের নিকটাত্মীয় ও ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগ নেতা কাওসার আহমদ। অভিমানের যবনিকা টেনে দুপুর থেকে মাঠে নেমে চালাচ্ছেন নৌকার প্রচার-প্রচারনা।
এদিকে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী সবকিছুকে বিসর্জন দিয়ে নৌকার প্রশ্নে মুহিবুর রহমান মানিকের সাথে একাত্নতা ঘোষণা করাকে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাতক-দোয়ারার সচেতন নাগরিক মহল৷