
শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ঢাবি’তে ‘খ’ ইউনিটে আসন খালি থাকায় পুনরায় সাক্ষাৎকারে ডাকা হয়েছে। ১৩-ই জানুয়ারি ঢাবি’র ভর্তি কার্যক্রমের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশের মাধ্যমে এটি প্রকাশ করা হয়।নোটিশে উল্লেখ করা হয় ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও ইংরেজী বিভাগে ২৩ টি, আরবী বিভাগে ৮ টি, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে ২ টি , উর্দু
বিভাগে ৩০ টি, সংস্কৃত বিভাগে ১৯ টি, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ১৯ টি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ৪ টি , ভাষাবিজ্ঞান বিভাগে ৮ টি, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগে ১৩ টি, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগে ১ টি, পপুলেশন সায়েন্স বিভাগে ৩ টি, কমিউনিকেশন ডিজঅর্ডারস্ বিভাগে ৪ টি, প্রিন্টিং এন্ড পাবলিকেশন
স্টাডিজ বিভাগে ১ টি, English Speakers of Other Languages বিভাগে ৯ টি, French Language and Culture বিভাগে ১ টি, Chienese Language and Culture বিভাগে ৮ টি, এবং Japanese Language and Culture বিভাগে ১ টি আসন খালি রয়েছে।
‘খ’ ইউনিটে ১-২৯০০ মেরিট এর মধ্যে অবস্থানকারী যারা ঢাবি’তে ভর্তি হয় নি তারা শর্তপূরণ সাপেক্ষে উক্ত বিভাগগুলোর শুণ্য আসনে ভর্তি হতে পারবে। ১৭-ই জানুয়ারি সকাল ১১ টায় এই সাক্ষাৎকার শুরু হবে।