আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া থেকে।।
বর আশরাফুল ইসলাম। বরযাত্রী সহকারে রাজধানী ঢাকার দক্ষিণ গোড়ান এলাকা থেকে বিয়ে করতে যাচ্ছিলেন কনের বাড়ি সিলেট মহানগর এলাকায় উপশহরে। পথিমধ্যে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুুুুর্ঘটনার
শিকার হয়। আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চার বরযাত্রী। হাসপাতালে নেয়ার পথে নিহত হন আরেক বরযাত্রী। এ ঘটনায় বিয়ের বরসহ আহত হন অপর তিন বরযাত্রী।নির্মম এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ জানুয়ারী) ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর
উপজেলার বীরপাশা নামক এলাকায়। বিয়ে করতে যাওয়া হলো না বর আশরাফুলের। তিনি এখন হবিগঞ্জ জেলার মাধবপুর হাসপাতালের বিছানায় আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। পাঁচ বরযাত্রীর নিথর দেহ হাসপাতাল মর্গে রয়েছে। অপর দুই বরযাত্রী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।