
অদ্য ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের হীরাগাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা সাদাত আনোয়ার সাদী। এসময় উপস্থিত ছিলেন বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এম সোলায়মান বি.কম, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার
গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডস্থল পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ কালে সাদাত আনোয়ার সাদী বলেন, ক্ষতিগ্রন্থ পরিবারগুলোকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি আরও বলেন সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে এ অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।