
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে গত ২২ জুন শনিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি পালন করেন। এসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন ডাক্তার আর.কে রুবেল। তিনি বলেন বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা মানবাধিকার রক্ষার পাশাপাশি যেভাবে মানব সেবার কাজে নিয়োজিত আছেন তারই ধারাবাহিকতায়
আগামী দিনেও অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন বর্তমান সরকার আগামী প্রজন্মকে সুস্থ্য দেহ ও মনের অধিকারী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা যা ভিটামিন এ’র অভাবে হয়। তাই সরকার সব ধরনের অপুষ্টি রোধে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে
শারীরিক ও মানসকিভাবে স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার অপূর্ব ধর, এস.ডি জীবন, ডাক্তার এস.এক পাল সুজন, ডাক্তার তারক সরকার, ডাক্তার পণব মজুমদার, ডাক্তার শিউলী আক্তার, ডাক্তার পলাশ দাশ, মিলন কান্তি দেবনাথ, আব্দুল মতিন, ডা. অঞ্জন সরকার প্রমুখ।