
নিউজ ডেক্স
চট্টগ্রাম বন্দর থেকে ৪৩ টি কনটেইনার সাগরে পড়ে যায় তার মধ্যে তিনটি কন্টেইনার তোলার মন্ত্র ঘাটে পাওয়া গেছে বলে জানা যায় ভোলার মনপুরার মেঘনায় ৩ কনটেইনার ভাসতে দেখে স্থানীয়রা। এর মধ্যে একটি কনটেইনার উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিমপাশে মেঘনা পাড়ে রয়েছে।বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা অপর ২টি কনটেইনার মনপুরার বিচ্ছিন্ন ডালচরের উত্তর পূর্ব কোনায় রয়েছে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে।তবে ডালচরের কনটেইনার ২টি রাতের জোয়ারে হাতিয়ার দিকে চলে গেছে বলে জানান মনপুরার থানার ওসি ফোরকান
আলী। হাতিয়া থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান ওসি।বুধবার সকালে স্থানীয়রা কনটেইনারটি শক্ত দড়ি দিয়ে মেঘনা পাড়ে বেঁধে রাখে।তিনটি কন্টেইনারের মধ্যে একটি কে স্থানীয়রা বেঁধে রাখায় সেটি উদ্ধার করে সেখানে রাখা হয়েছে অন্য দুটি জোয়ারের পানিতে ভেসে অন্যদিকে যাওয়ার খবরও জানিয়েছেন মনপুরা থানার ওসি এর আগে মঙ্গলবার বিকালে রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিম পাশে মেঘনা পাড়ে ব্লক বাঁধের উপর একটি কনটেইনার মেঘনায় ভাসতে ভাসতে আটকিয়ে পড়েছে বলে।জানা গেছে, গত রোববার ‘করিম শিপিং লাইনের কনটেইনারবাহী
জাহাজ ‘কেএসএল গ্লেডিয়েটর’ পণ্যভর্তি ৮৩ কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। হাতিয়া চ্যানেলে লাল বয়ার কাছে পৌঁছালে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে যায় ৪৩ টি কনটেইনার সে কন্টেইনারের মধ্যে তিনটি কন্টেইনার স্থানীয় প্রশাসন ও স্থানীয়দের ধারণা, হাতিয়া চ্যানেলে জাহাজ থেকে ছিটকে পড়া ৪৩ কনটেইনারগুলোর মধ্যে এই কনটেইনারটি হতে পারে।সরেজমিনে বুধবার রামনেওয়াজ ঘাটে গিয়ে দেখা যায়, একটি কনটেইনার উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটের পূর্বপাশে মেঘনা পাড়ে
ব্লকের ওপর পড়ে রয়েছে। কনটেইনারটি সম্মুখে ‘TRITON INTERNATIONAL’ সিল মারা রয়েছে। এছাড়াও কাস্টমস এর অনুমোদনের সিল রয়েছে। এদিকে কনটেইনারটি নিচে ও উপরের কিছু অংশ ভেঙ্গে গেছে। এতে কনটেইনারটি ভেতরে বস্তাভর্তি তুলা দেখা যায়।মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, খবর পেয়ে একজন এস আইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া চট্রগ্রামের বন্দর থানাকে মোবাইল ফোনে অবহিত করা হয়েছে।চট্টগ্রাম বন্দর থানা কে জানিয়ে দেওয়া হয়েছে তিনটি কনটেইনার মনপুরার কাটে বাঁচতে দেখা গিয়েছে তারা আমাদেরকে তারাতাড়ি ব্যবস্থা নিয়ার কথা জানিয়েছেন।