
আজ ১৮ জুলাই সংবাদপত্রে প্রদত্ত একযুক্ত বিবৃতিতে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দ নব নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী, পরিচ্ছন্ন জাতীয় নেতা গোলাম মুহাম্মদ কাদের এমপি কে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, জনতার বন্ধু জিএম কাদেরের মেধাবী নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীরা আগের চাইতে বেশী ঐক্যবদ্ধ ও দল যে কোন সময়ের চাইতে আরও অধিকতর শক্তিশালী হবে। নেতৃবৃন্দ ৯০ পরবর্তী বিভিন্ন সময়ে নানা কারণে যে সব নেতা দলের রাজনীতি থেকে দূরে আছেন
তাদের ফিরিয়ে আনার আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ জিএম কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিবৃতিদাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, ওসমান খান, কামরুজ্জামান পল্টু, কামাল উদ্দিন আহমেদ, যুব সংহতি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকী, নগর জাপা যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।