
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায়। জনসাধারণের কাছ থেকে নগদ অর্থ। হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব -৭ প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার গ্রামের এরশাদ রহমান (৩০) ও কলাউজান এলাকার মারুফ হোসেন (৩০)। বৃহস্পতিবার রাতে নগরীর চেরাগী পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “ইউনুছ নামের এক ব্যক্তির বেহাত হওয়া দুটি দোকান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে উদ্ধার করে দেওয়ার কথা বলে এরশাদ ও মারুফ গত মার্চে তার কাছ থেকে দু দফায় পাঁচ লাখ টাকা নেন। পরে আরও টাকা দাবি করায় বিষয়টি নিয়ে ইউনুছ র্যাবের কাছে লিখিত অভিযোগ করে।“বৃহস্পতিবার রাতে তারা দুজন ইউনুছের কাছ থেকে আরও এক লাখ টাকা আদায়ের জন্য তার বাসায় গেলে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।মেহেদী বলেন, পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের সঙ্গে সু-সম্পর্ক আছে দাবি করে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে মানুষের কাছ
থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে এরা।তাদেরকে নগরীর চেরাগী পাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে র্যাব কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওসি মহসিন এর সাথে কথা বলে জানা যায় প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর। বিভিন্ন স্থান থেকে মানুষকে ফাঁদে ফেলে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে।এদিকে র্যাবের অধিনায়ক মেজর মেহেদী। হাসান জানিয়েছেন। তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।