
নিজস্ব প্রতিবেদকঃ
গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর বহির সিগন্যাল এলাকায় সার্ব্বজনীন শ্রী শ্রী মা-চন্ডী মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি অশোকের সাথে মন্দির পরিচালনা কমিটির পদ বঞ্চিতদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক চৌধুরী এ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গত ৩১/৮/২০১৯ইং তারিখে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। উক্ত সাধারণ ডায়েরি নাম্বার ১৭৭। এ সাধারণ ডাইরি কে কেন্দ্র করে এবি টিভিতে গত ৬ সেপ্টেম্বর একটি সংবাদ প্রচার হয়।
উক্ত সংবাদ প্রচারের পর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক চৌধুরী পদ বঞ্চিতদের সাথে একটি বৈঠক করেন। উক্ত বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।এ ব্যাপারে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক চৌধুরী বলেন, সামনে শারদীয় দুর্গাপূজা, তাই আমাদের মধ্যে কোন ভেদাভেদ না রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আমরা সার্ব্বজনীন সবাই একসাথে মিলেমিশে শ্রী শ্রী মা চন্ডী মন্দির কে পরিচালনা করব। তাই এখন থেকে আমরা উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা এখন থেকে একসাথে মিলেমিশে মন্দিরের সেবা করব এবং মন্দিরের যে কোন সমস্যা হলে আমরা উভয় পক্ষ মিলে তা সমাধান করব।