
রাউজান থানাধীন পশ্চিম গুজরাস্থ চাঁন্দ মোল্লা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র আশুরা, আহলে বায়তে রাসূল (দ.) ও শোহাদায়ে কারবালা স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল গত গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদে মাগরিব পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেক্রেটারি মুহাম্মদ আবু তারের স ালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরতুল আল্লামা ক্বারী মুহাম্মদ নঈম উদ্দীন আলকাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন আলকাদেরী। এসময় উপস্থিত ছিলেন, মোতোয়াল্লী
আবুল কাশেম, সহ-সভাপতি নুরুল আবসার, জাফর সওদাগর, মোঃ আলী আজগর, মোঃ শফিউল আলম, মাওলানা মুবিনুল হক, জসিম উদ্দিন-১, জাফর আহমেদ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও জীবন ব্যবস্থাই কারবালার শিক্ষা। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইমাম হোসাইন (রাঃ) সেদিন কারবালার ময়দানে জীবন উৎসর্গ করে দুনিয়া বাসির সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।