
চট্টগ্রাম দক্ষিণ জেলার মোমবাতি প্রতীক আসনের প্রার্থীদের বিজয়ী করতে মতবিনিময় সভায়
চট্টগ্রাম দক্ষিণের চারটি সংসদীয় আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের
প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাচনী মতবিনিময় সভা
চট্টগ্রাম সংসদীয় বোয়ালখালী-৮, পটিয়া-১২, আনোয়ারা-১৩ এবং চন্দনাইশ-১৪ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোটের প্রধান শরীক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিক সফর ও নির্বাচনী মতবিনিময় সভা ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নুরুল ইসলাম হিরুর নেতৃত্বে সম্পন্ন হয়। মতবিনিময় সভাসমূহে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল ইসলাম হিরু। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে যেভাবেই হোক মোমবাতি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ভোটকেন্দ্র ভিত্তিক সেন্টার কমিটিগুলোর মাধ্যমে ছাত্রসেনার কর্মীরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে মোমবাতির বিজয় ছিনিয়ে আনবে ইনশা আল্লাহ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে কোনো অনিয়ম আর কারচুপি বরদাশত করা হবে না। আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ এবং ২৭ অক্টোবর দক্ষিণ জেলায় জিয়ারতে কাফেলা সফল করার জন্য তিনি নেতাকর্মীদের জোরালো নির্দেশ দেন।
মতবিনিময় সভাসমূহে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মঈনুদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাংগঠনিক সম্পাদক এইচ.এম এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক জোবাইরুল হক, অর্থ সম্পাদক নুরের রহমান রনি, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মামুন উদ্দীন, দাওয়া বিষয়ক সম্পাদক রিদুওয়ান সাজ্জাদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ও সদস্য আবু তারেক প্রমুখ।