
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ।
সারাদেশের মতো টাঙ্গাইলেও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আজ বুধবার শারদীয় দুর্গাদেবীর মহা অষ্টমী পুজা অনুষ্ঠিত হয়েছে।আশেপাশে উপজেলা এবং সদর থানার
সকল পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, পুজায় অংশ নিতে সকাল থেকেই মন্ডপে মন্ডপে সকল বয়সী ভক্তদের উপচে পড়া ভিড় ছিল।দেশের সকল প্রানীর ও দেশের মঙ্গল কামনায় ভক্তরা পুজার্চ্চনায় অংশ নেন।
সকাল থেকে রাত পর্যন্ত চলে পূজার অনুষ্ঠান। নানারকম আয়োজন নিয়ে দিনরাতব্যাপি চলছে দুর্গাপূজা। আজ মহা অষ্টমীর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে পুজোর অষ্টম দিন, কাল নবমী ও পরশু বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজার সকল কার্যক্রম।
নিউজ ডেস্ক:অজানা বাংলাদেশ। আল ওমায়ের, মাহমুদুল হাসান।