আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ গ্রামের নানা শ্রেণীপেশার মানুষদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া।
শনিবার (১০নভেম্বর) বিকেলে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে স্থানীয় হাই স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়িছড়া, ফতেহপুর, ষাটবাড়িয়া ও হরিপুর এ পাঁচ গ্রামের বিশিষ্ট মুরব্বীসহ সাধারণ লোকজন অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী রেখে এ দেশে কোনো সুষ্টু নির্বাচন হতে পারে না। যদি নির্বাচনের সুষ্টু পরিবেশ সৃষ্টি হয় এবং দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই। এসময় উপস্থিত পাঁচ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, উকিল আবদুস সাত্তার ভূইঁয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে চার বার দলীয় প্রতিকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।