
ছেলের বাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধা মায়ের বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রেনে কাটা পড়ে মজে বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার-বগুড়া মিটারগেজ লাইনে উপজেলার পাইকপাড়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মজে বেগম উপজেলার পাইকপাড়া গ্রামের মছির উদ্দিন প্রামানিকের স্ত্রী।
ছেলের বাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধা মায়ের স্থানীয় সূত্রে জানা যায়, মজে বেগম দুপুরের খাবার খাওয়ার জন্য রেললাইন পার হয়ে ছেলের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, শ্রবণশক্তি কম থাকায় ট্রেন আসার শব্দ শুনতে পাননি মজে বেগম।সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।