
বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বিকাল ৩ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্ যাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রাণপ্রিয় নেত্রীর জীবন ও কর্মের উপর আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে লেখক ও আবৃত্তিশিল্পী উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য আমিনজুট সিবিএ সাবেক সভাপতি আলহাজ্ব মহব্বত আলী খান। বিশেষ অতিথি ছিলেন ডকবন্দর অঞ্চল জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শেখ দেলোয়ারের সুযোগ্য সন্তান বাংলাদেশ কাভার্ড ভ্যান চালক শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিন্টু।
সভায় আরো বক্তব্য রাখেন- রউফাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জয়নাল আবেদীন লিটন, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতাদের মধ্যে পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাশ চট্টগ্রাম অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়য়া, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোট এর সভাপতি মো. নুরুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইউছুফ,
চট্টগ্রাম মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের আইন বিষয়ক শ্রমিক নেতা এডভোকেট মীর শফিকুল কবির বিজন, চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল হান্নান, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন,চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতা মোহাম্মদ রহমতুল্লাহ, পৌর জহুর মার্কেট দোকান কর্মচারি সমিতির সাবেক সহ-সভাপতি আশীষ চৌধুরী, কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোং ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া,
চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহমদ, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ চট্টগ্রাম কমিটির সভাপতি জাবেদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল কবির স্বপন, রেলওয়ে শ্রমিক লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা এম.এ. মোতালেব, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এয়ার মোহাম্মদ খোকন, চট্টগ্রাম জেলা পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,
চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, বাংলাদেশ অটোরিক্সা সিএনজি শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, বায়েজীদ থানা শ্রমিক লীগের সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফিরোজ আহমদ, মহিলা শ্রমিক লীগ নেত্রী কাবুন নেছা, ডলী রানী শীল, রোকেয়া বেগম, বায়োজিদ বোস্তামী থানা হকার্স লীগের সভাপতি রনজিত পাল ও সাধারণ সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম,
মহানগর শ্রমিক লীগের নেতা আবদুল মজিদ সরকার, বাকলিয়া থানা হকার্স লীগের সাধারণ সম্পাদক আবদুল ছালাম, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, আব্দুল হালিম আদু, সাগরিকা শিল্প অঞ্চলের জাতীয় শ্রমিক লীগ নেতা মো. ইউছুফ মোল্লা, যীশু দত্ত, পাহাড়তলী ১৩নং ওয়ার্ড সভাপতি গাজী আবদুল্লাহ ও সাধারণ সম্পদাক শ্রীনন্দন দাশ, চান্দগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. রুহুল আমিন ও মো. সেলিম, চউক কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর, যুগ্ম সম্পাদক আবুল কালাম পাটোয়ারী, এনায়েত বাজার ওয়ার্ড সভাপতি বজল আহমদ,
বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন ও অমল সেন। উক্ত জন্মদিন উদ্ যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী’র জীবন ও কর্মের উপর গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিউলী ও মো. হানিফ চৌধুরী, মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালন করেন নগর শ্রমিক লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা এম.এ. মোতালেব। সভায় বক্তারা বলেন, প্রাণপ্রিয় নেত্রী’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করা হয়।