মাহমুদুল হাসান:
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান উল্টে গিয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে। তার নাম ছলিমুদ্দিন বয়স ৪০ বছর।সখীপুর উপজেলায় কচুয়া টু আড়াইপাড়া সড়কের হাজীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। ছলিমুদ্দিন উপজেলার বানিয়ারছিট এলাকার রহিজ উদ্দিনের ছেলে।
জানাযায়, আড়াইপাড়া থেকে পাঁচজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান কচুয়া যাওয়ার পথে হাজী বাড়ি মোড়ে পৌঁছালে পাশ থেকে বেপরোয়া গতীতে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এ সময় অটোভ্যান উল্টে গিয়ে চালকের উপড়ে পরায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে লোকজন দৌঁড়ে এসে যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমীর হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেয়া হবে।