আইপিএলের ২২তম ম্যাচটি নিয়ে চলছে বেশ আলোচনা। এই এক ম্যাচে ঘটে গেছে অনেক ঘটনা। যেখানে জয়ের পরেও শাস্তির মুখে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বে থাকা সূর্যকুমার যাদব। আর তর্ক করে শাস্তি পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও।
রোববার (১৬ এপ্রিল) আইপিএলের ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটিতে ৫ উইকেটের জয় পায় মুম্বাই। আর কলকাতা হারলেও দীর্ঘ ১৫ বছর পরে সেঞ্চুরির দেখা পায় ফ্রাঞ্চাইজটি।
এই ঘটনার পাশে আরও কয়েকটি ঘটনা এসেছে আলোচনায়। ম্যাচটিতে রোহিত শর্মার বদলে অধিনায়কত্ব করেন সূর্যকুমার যাদব। মুম্বাইয়ের জয়ের ম্যাচে সূর্যকুমার নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেননি। তাতে ১৫ লাখ টাকার ওপরে (১২ লাখ রুপি) জরিমানা গুনতে হয় মুম্বাই দলপতিকে।
এ ছাড়া কলকাতার অধিনায়ক নীতিশ রানা (১০ বলে ৫ রান) আউট হওয়ার পরে তর্কে জড়িয়ে পড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হৃতিক শোকিনের সঙ্গে। এ ঘটনায় কলকাতার দলপতিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। আর হৃতিক শোকিনকে জরিমানা করা হয় ম্যাচ ফি’র ১০ শতাংশ।
বিসিসিআই এক বিবৃতিতে উল্ল্যেখ করেছে, রানা আইপিএলের আচরণবিধির ধারা ২.২১ ভঙ্গ করেছেন। আর শোকিন ২.৫ ধারা ভেঙেছেন। দুজনেরই অপরাধের মাত্রা লেভেল-১।